Tuesday, December 13, 2016

কিভাবে যেকোনো Winrar/Winzip এর পাসওয়ার্ড প্রটেক্টেড ফাইল ওপেন করবেন পাসওয়ার্ড না যেনে।

হ্যালো টিউনার'স
আসসালামুয়ালাইকুম।আশা করি সবাই ভাল আছেন।আজকের পর্বে আমি আপনাদের দেখাব কিভাবে winrar/winzip এর পাসওয়ার্ড বাইপাস করা জায়।আমরা যারা অনলাইন থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করি।তখন অনেক সময় পাওয়ার্ড লাগান থাকে। তখন সেগুল ব্রেক করা কস্টকর হয়ে যায়। তো সুরু করা যাক কিভাবে এই কস্টের কাজ টি সমাধান করা যায়।
১।প্রথমে এই কাজ টি করার জন্য আপনার একটি সফটওয়্যার এর দরকার হবে। সফটওয়্যার টির নাম Advanced Archive Password Recovery।গুগল সার্চ করে ফুল ভার্সন ডাউনলোড করে নিন।
২। সফটওয়্যার টি ডাউনলোড করার পর আপনি সফটওয়্যার এ প্রবেশ করুন।এরপর সফটওয়্যার এর ভিতর ওপেন অপশন এ ক্লিক করে আপনার পাসওয়ার্ড প্রটেক্টেড ফাইল টি ওপেন করুন।
৩।এরপর আপনি সেখানে অনেক গুল ফিচার পাবেন।আপনি ব্রুট ফরসের মাধ্যমে পাসওয়ার্ড ওপেন এর চেস্টা করতে পারেন অথবা আপনি আপনার ডিফল্ট ডিকশনারী মেথড ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি মনে করেন ডিকশনারী তে জথেস্ট পাসওয়ার্ড নেই তাহলে আপনি ব্রুট ফোরস ব্যবহার করুন।
৪।এরপর অপেক্ষা করুন আপনার পাসওয়ার্ড জতক্ষন বের না হয়। পাসওয়ার্ড বের না করা পর্যন্ত এই সফটওয়্যার কাজ করতে থাকবে।
৫।পাসওয়ার্ড বের হয়ে গেলে সেই পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ড প্রটেক্টেড ফাইল ওপেন করুন।
আশা করি কাজে আসবে। যদি কেউ বুজতে না পারেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
যদি কোন প্রব্লেম হয় তাহলে নিচে টিউমেন্ট এ জানাবেন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © SHbd24 | Free Tips & Trick | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com