আজ আপনাদের দেখাব বাংলাদেশ থেকে Verified Paypal Account খোলা এবং পেপাল ডলার Payoneer মাস্টারকার্ডের মাধ্যমে ক্যাশআউট করার নতুন পদ্বতি আজকে নিউজিল্যান্ডের পেপাল কিভাবে বাংলাদেশ থেকে ভেরিফাইড করা যায় তা নিয়ে আলোচনা করব।
*** ইউ এস এর পেপালে ইদানিং অতিমাত্রায় ফোন ভেরিফিকেশন চাওয়ায় বাংলাদেশ থেকে ব্যবহার করা কস্ট হচ্ছে। তবে সব সময় এক ডিভাইস থেকে একাউন্টে লগিন করলে ফোন ভেরিফিকেশন চায় না।
যা যা লাগবেঃ
- একটি ইন্টারন্যাশনাল ডেভিট/ক্রেডিট মাস্টার/ভিসা কার্ড
- নিউজিল্যান্ডের যেকোন একটি ফেইক ঠিকানা
আসুন প্রথমেই দেখে নেই নিউজিল্যান্ডের একটি ফেইক ঠিকানা কিভাবে সংগ্রহ করবঃ
- প্রথমে এই লিংকে প্রবেশ করুনঃ Fake Name Generator
- এখন নিচের ছবির মত (Gender= Male/Female), Name set= American, Country= New Zealand সিলেক্ট করে Generate বাটনে ক্লিক করুন।
- এখন নিচের মত নিউজিল্যান্ডের একটি ফেইক ঠিকানা ও ফোন নাম্বার পাবেন।
- এখন ছবিতে মার্ক করা অংশ টুকো একটি নোট প্যাডে লিখে রাখুন।
পেপাল একাউন্ট খোলার নিয়মঃ
১। প্রথমেই আপনার ওয়েব ব্রাউজার থেকে নিচের লিংকে প্রবেশ করুন এবং Sign Up এ ক্লিক করুন।
Paypal Sign Up
২। এখন নিচের ছবির মত একটি পেজ আসবে। এখান থেকে নিচের ছবির নির্দেশ মত সিলেক্ট করুন।
- : New Zealand
- : English
- Account Type: Premier
- এখানে Premier বক্স থেকে Get Started এ ক্লিক করুন।
৩। এখন নিচের ছবির মত একটি ফরম আসবে। ফরম টি সঠিক ভাবে পূরন করুন।
- Email address: আপনি যেই ইমেইল ব্যবহার করে পেপাল একাউন্ট খুলবেন সেই ইমেইল টাইপ করুন।
- Choose a password: এইখানে আপনার পেপাল একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড টাইপ করুন।
- Re-enter password: এইখানে পাসওয়ার্ড টি পূনরায় টাইপ করুন।
- First name: এইখানে আপনার মাস্টারকার্ডটির নামের সাথে মিল রেখেন First Name টাইপ করুন।
- Middle name: আপনার নামের যদি কোন Middle পার্ট থাকে তাহলে এইখানে টাইপ করুন। (অথবা খালি রাখুন)।
- Last name: এইখানে আপনার মাস্টারকার্ডটির নামের সাথে মিল রেখেন Last Name টাইপ করুন।
- Date of birth: এইখানে আপনার জন্ম তারিখ টাইপ করুন। (মাস্টারকার্ড একাউন্টের সাথে মিল রেখে দিতে পারেন)
- Nationality: ড্রপ ডাউন মেনু থেকে New Zealand সিলেক্ট করুন।
- Address line 1: http://www.fakenamegenerator.com থেকে সংগ্রহ করা ঠিকানার প্রথম লাইন টাইপ করুন।
- City: নিচের ছবির মত http://www.fakenamegenerator.com থেকে সংগ্রহ করা ঠিকানা ঠিকানা টাইপ করুন।
- State / Province / Region: নিচের ছবির মত http://www.fakenamegenerator.com থেকে সংগ্রহ করা ঠিকানা State / Province / Region টাইপ করুন।
- Postal code: নিচের ছবির মত http://www.fakenamegenerator.com থেকে সংগ্রহ করা Postal code টাইপ করুন।
- Phone number: নিচের ছবির মত http://www.fakenamegenerator.com থেকে সংগ্রহ করা Phone Number টাইপ করুন।
- এখন সর্বশেষ Agree and Create Account বাটনে ক্লিক করুন।
৪। এখন নিচের মত একটি পেজ আসবে। এইখানে Enter The Shown Code এর খালি বক্সে নিচের ছবির মত ক্যাপচা কোড টাইপ করুন এবং Continue এ ক্লিক করুন।
৫। এখন একটি কনফারমেশন ইমেইল পাবেন। আপনার ইমেইল চেক করুন। এবং ইমেইলে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করে আপনার পেপাল একাউন্ট টি এক্টিভ করুন। এবং নিচের ছবির মত একটি পেজ আসবে। আপনার যদি ক্রেডিট কার্ড / ডেবিট কার্ট থাকে তাহলে এইখান থেকে সরাসরি এড করে নিতে পারেন। তবে আপনার কার্ড এড করার পূর্বে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। আপনার কার্ড যদি পেওনারের হয় তাহলে পেওনারের একাউন্টে লগিন করে পেওনার কার্ডের ঠিকানা চেঞ্জ করুন। পেপালে যেই ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা পেওনার একাউন্টে ক্ষনিক সময়ের জন্য সেট করুন। পেওনার আপনাকে Country চেঞ্জ করতে দিবে না। যেহেতু পেপাল কার্ডের কান্ট্রি চেক করে না, সেই জন্য কান্ট্রি পরিবর্তনের কোন প্রয়োজন ও নেই। আপাদত এই পেজ থেকে Go to My Account এ ক্লিক করুন।
আপনার পেপাল একাউন্ট তৈরি করা আপাদত শেষ। এখন দেখাব কিভাবে এই একাউন্ট ভেরিফাই করতে হবে।
পেপাল ভেরিফাই করতে যা যা লাগবেঃ
আমরা যেই পেপাল একাউন্ট টি তৈরি করলাম এটি একটি নিউজিল্যান্ডের একাউন্ট। আসুন দেখে নেই নিউজিল্যান্ডের একাউন্ট ভেরিফাই করতে কি কি প্রয়োজনঃ
- একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেভিট মাস্টার অথবা ভিসা কার্ড।
বিঃ দ্রঃ বাংলাদেশ থেকে ২ ভাবে কম খরচে ফ্রী ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়া যায়।
- Payoneer এর ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড (পেওনারে সাইন আপ করে আপনি একটি ফ্রী মাস্টার কার্ড পেতে পারেন এবং সাথে একটি ফ্রী আমেরিকার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট) পেওনারের বার্ষিক চার্জ ২৯ ডলার। রেফারেল লিংক থেকে সাইন আপ করলে প্রথম ১০০ ডলার লোডে ২৫ ডলার ফ্রী পেতে পারেন)
- Neteller এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল মাস্টারকার্ড (নেটেলার থেকে মাত্র ৩ ডলার দিয়ে আপনি ৩ টি ভার্চুয়াল মাস্টার কার্ড পেতে পারেন)
বিঃ দ্রঃ পেওনার থেকে প্রাপ্ত ইউ এস ব্যাংক একাউন্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার নিউজিল্যান্ডের পেপাল থেকে আপনার পেওনার মাস্টার কার্ডে ডলার Withdraw দিতে পারবেন। এবং কার্ড দিয়ে বাংলাদেশের এটি এম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন।
বাংলাদেশ থেকে কিভাবে Payoneer এর ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড পেতে পারেন তা জানার জন্য নিচের লেখাটি পড়তে পারেনঃ
বাংলাদেশ থেকে Payoneer International Debit Mastercard পাওয়ার নিয়ম (২৫ ডলার ফ্রী বোনাস সহ)
Paypal ভেরিফাই করার নিয়মঃ
মজার ব্যাপার হল, নিউজিল্যান্ডের পেপাল ভেরিফাই করতে শুধু মাস্টার কার্ড এড করা লাগে। আপনার মাস্তারকার্ড এড করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কার্ড যদি পেওনারের হয় তাহলে পেওনারের একাউন্টে লগিন করে পেওনার কার্ডের ঠিকানা চেঞ্জ করুন। পেপালে যেই ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা পেওনার একাউন্টে ক্ষনিক সময়ের জন্য সেট করুন। পেওনার আপনাকে Country চেঞ্জ করতে দিবে না। যেহেতু পেপাল কার্ডের কান্ট্রি চেক করে না, সেই জন্য কান্ট্রি পরিবর্তনের কোন প্রয়োজন ও নেই। ঠিকানা চেঞ্জ করা হলে নিচের পদ্বতি অনুসারে কাজ করুনঃ
- এখন আপনার পেপাল একাউন্টে লগিন করুন।
- যদি সিকিউরিটি প্রশ্ন যোগ করতে বলে তাহলে তা সেট করুন।
- এখন নিচের মত একটি পেজ আসবে। এইখান থেকে Get Verified এ ক্লিক করুন।
- এখন আপনার কার্ডের তথ্য টাইপ করুন। (নিচের ছবি অনুযায়ী)
- এখন Continue বাটনে ক্লিক করুন।
- এখন পেপাল আপনার কার্ড থেকে ছোট একটা এমাউন্ট চার্জ করবে।
- এখন আপনার পেওনার এর ট্রান্সেকশন হিস্টোরি চেক করুন এবং খেয়াল করেন যে PP1234 এই রকম কিছু লেখা। এখানে PP এর পরে ৪ ডিজিট এর যেই কোড পাবেন তা পেপালে লগিন করে Profile থেকে ADD/Edit Card এ গিয়ে Conform card এ ক্লিক করে এই ৪ ডিজিটের কোড টাইপ করুন। তাহলেই আপনার কার্ড এড হয়ে যাবে।
- সব ঠিক ঠাক করলে আপনার পেপাল ১০০% ভেরিফাই হয়তে যাবে।
বিঃ দ্রঃ আপনার কার্ডে মিনিমাম ২ ডলার থাকা লাগবে। যদি নেটেলার এর ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে চান তাহলে একই উপায়ে নেটেলার একাউন্ট থেকে ঠিকানা পরিবর্তন করে নিতে হবে। মনে রাখবেন আপনার কার্ডের নামের সাথে অবশ্যই পেপাল একাউন্টের নামের মিল থাকা লাগবে। তা না হলে কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন না।
পেপাল থেকে Payoneer কার্ডে ডলার ট্রান্সফার/লোড/ক্যাশ আউট করার পদ্বতিঃ
আমার আগের টিউনে দেখিয়েছিলাম কিভাবে ইউ এস এর পেপাল একাউন্ট খোলা লাগে এবং পেওনারের ইউ এস পেমেন্ট সার্ভিস এর মাধ্যমে পেপাল থেকে পেওনার কার্ডে ডলার ক্যাশ আউট করা যায়। কিন্তু সম্প্রতি পেপাল এখন আর পেওনার এর ভার্চুয়াল ব্যাংক সাপোর্ট না করার কারনে নতুন ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। আজকে আমি দেখাব নিউজিল্যান্ডের পেপাল থেকে কিভাবে পেওনার এর কার্ডে পেপাল ডলার ট্রাস্নফার বা Withdraw করা যায়।
নিউজিল্যান্ডের পেপাল একাউন্টের একটি বাড়তি সুবিধা হল নিউজিল্যান্ডের পেপালে আপনি ইউ এস এর ব্যাংক এড করে ডলার উইথড্র করতে পারবেন। যেহেতু এখন পেপাল এখন পেওনার এর ব্যাংক সাপোর্ট করে না সেহেতু আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করা লাগবে।
Note: আগেই বলে রাখা ভাল এইভাবে আপনি ১০০% সফল হতেও পারেন অথবা নাও হতে পারেন।
যা যা করতে হবেঃ
- আপনার একটি নতুন Payoneer এর ইউ এস পেমেন্ট সার্ভিস এর ইউ এস ভার্চুয়াল ব্যাংক একাউন্ট লাগবে। যা অন্য কোন পেপালে এড করা হয় নাই।
প্রথমে আপনার নতুন খোলা পেপাল একাউন্টে লগিন করুন।
এখন নিচের ছবির মত Profile থেকে Add a bank Account সিলেক্ট করুন
এখন নিচের ছবির মত আপনার ব্যাংক একাউন্টের তথ্য টাইপ করে Continue এ ক্লিক করুন।
এখন আপনি একটি Error Messege পাবেনঃ You cannot add a bank account at this time.
এখন আপনাকে যা করতে হবেঃ
পেপাল একাউন্টের পেজের একদম নিচের দিকে Contact Us এ ক্লিক করুন (নিচের ছবি খেয়াল করুন)
এখন নিচের ছবি মত Email US এ ক্লিক করুন।
এখন নিচের ছবির মত করে প্রথমে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুনঃ
Bank Account/Credit Card,
Bank Account- Add/Remove/Edit
Last 4 Digit of Your Bank Account = আপনার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট নাম্বারের লাস্ট ৪ ডিজিট টাইপ করুন।
সর্বশেষ মেসেজ বক্সে লিখুনঃ
I already added a credit card to my paypal. I would like to add a us bank account in my New Zealand Paypal to withdraw money. But Paypal is not allowing me to do that.
My paypal email is: example@gmai.com
My Bank Account Details below:
Bank Name:
Your payoneer us virtual bank name
Routing (ABA):
123456789
Account Number:
00000000000000000
Account Type:
CHECKING
I already added a credit card to my paypal. I would like to add a us bank account in my New Zealand Paypal to withdraw money. But Paypal is not allowing me to do that.
My paypal email is: example@gmai.com
My Bank Account Details below:
Bank Name:
Your payoneer us virtual bank name
Routing (ABA):
123456789
Account Number:
00000000000000000
Account Type:
CHECKING
এখন Send বাটনে ক্লিক করুন। এখন অপেক্ষা করুন। আশা করা যায় পেপাল ২৪ ঘন্টার মাঝে আপনারে মেইলে রিপ্লাই করবে। একটু কষ্ট করে প্রতি ৩ ঘন্টা পর পর ইমেইল চেক করুন। যদি সাকসেস হোন তাহলে নিচের মত একটি ইমেইল পাবেনঃ
Dear Sajedul Haque,
Thank you for contacting PayPal.
Before addressing your concern, please note that we do not recommend you to provide any financial information through an email for your account security.
We are unable to add the US bank account for you, however, you may choose to add it to your New Zealand PayPal account online.
It shows that PayPal's internal system blocked the bank account from being added on the system. For your convenience, I made adjustments to your account to enable you to add the bank. Please note that this adjustment is only valid for 4 hours.
Kindly re-add the bank on your account. For your reference here’s how to add a U.S. bank account to your PayPal account:
Note:
We are unable to add the US bank account for you, however, you may choose to add it to your New Zealand PayPal account online.
It shows that PayPal's internal system blocked the bank account from being added on the system. For your convenience, I made adjustments to your account to enable you to add the bank. Please note that this adjustment is only valid for 4 hours.
Kindly re-add the bank on your account. For your reference here’s how to add a U.S. bank account to your PayPal account:
- Log in to your account.
- Click ‘Profile’ near the top of the page.
- Click ‘My money.’
- Click ‘Update’ beside ‘Bank accounts’ and then click ’Add.’
- Select ‘United States’ as the bank account country.
- Enter the bank’s name, then select ‘Current’ or ‘Savings.’
- Enter the bank’s sort code and your account number, and then click ‘Continue.’
Note:
- Your sort code is the first set of numbers at the bottom of your cheque. A sort code usually has 9 digits.
- Your bank account number is the second set of numbers at the bottom of your check.
- If you receive a message that says, ‘You have entered an invalid sort code,’ it could mean that the sort code you entered is incorrect or that we do not currently accept that bank.
Should you have further inquiries, do not hesitate to email us or you may also contact us by phone from 6am to 10pm AEST Monday to Friday and 8am to 7pm AEST Saturday and Sunday at 1-800-073-263 or +61 28223-9500.
Thank you for choosing PayPal.
যদি এইরকম মেইল পান তাহলে মেইল পাবার ৪ ঘন্টার মধ্যে উপরের পদ্বতিতে পূনরায় ব্যাংক একাউন্টটি পেপালে এড করার চেস্টা করুন। সব ঠিক থাকলে আপনার নিউজিল্যান্ডের পেপালে ইউ এস ব্যাংকটি এড হয়ে যাবে। এখন আপনি ইচ্ছা করলে আপনার নিউজিল্যান্ডের পেপাল থেকে পেওনার এর ব্যাংকে ডলার Withdraw দিতে পারবেন। এবং দিলে ৩-৪ দিনের মাঝেই ডলারে আপনার কার্ডে যোগ হয়ে যাবে।
আরো বিস্তারিত জানতে আমার আগের লেখাটি আবার পড়ুনঃ
0 comments:
Post a Comment