Thursday, December 15, 2016

জিপি সিমে এম্বির মেয়াদ বাড়ানোর ৩টি উপায়ঃ(flexiplan ব্যাতিত) জিপিতে আপনার মেগাবাইটের মেয়াদ বাড়ান ১ মাস। কোন টাকা পয়সা ছাড়ায়

অনেক ভাইয়েরা এই সমস্যায় পড়েছেন
যে, যে বন্ধ সিমেগুলুতে মেগাবাইট
নিয়েছিলেন সেগুলাতে টাকাও
ধার
নিয়ে ফেলেছেন সেহেতু ফোন
থেকে
মেসেজ জাবেনা(টাকার মেয়াদ
শেষ)তাই শুধুমাএ কোড ডায়াল করেই
আমরা কাজটা করব
১. ইন্টারনেট ডিএক্টিভ করুন।
ডায়াল *৫০০০*০*৪*৩#
২.আবার ইন্টারনেট একটিভ করুন
ডায়াল *৫০০*১#
৩.ইজিনেট চালু করুন
ডায়াল *৫০০০*৫৫#
৪.ফ্রি নিন ২০ এমবি
ডায়াল *৫০০০*১৬৮#
৫.কনফার্মেশন মেসেজ পাওয়ার পর
এমবি চেক করুন
ডায়াল *৫৬৬*১০#
লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, যদি ওই সিম এ
আপনি আগে ২০ এম্বি ফ্রি নিয়ে
থাকেন এবং তার সময় সীমা যদি
একমাস অতিক্রম করে তাহলে আপনি
আবার অনায়াসেই পেয়েযাবেন ২০
এমবি পাবেন যা আপনার মুল
একাউন্টের
সাথে যোগ হয়ে মেয়াদ হয়ে যাবে
১মাস।।।কিন্তু যারা পাবেন না,সে
সকল ভাইয়েরা বাকি সবকিছু ঠিক
রেখে
উপরের ৪ নং কাজ টি না করে
****উক্ত সিমে ২৯ টাকা ফ্লেক্সি করুন
ব্যস।******
☏NOTE:☎
♨♨♨♨♨তবে এই পদ্ধতিতে করে
আপনার
মেগাবাইটের মেয়াদ শেষ হওয়ার
আগে করবেন কেননা ২৯ টাকা
রিচার্জে ২৯ এমবি আসতে অনেক সময়
১/২ দিন সময় লাগে।।।☏☎☏☎☏
ভাইয়েরা আর এই ২৯ টাকা কিন্তু
আপনার একাউন্টে থেকে যাবে।
তাহলে ফ্রি মেয়াদ বাড়ল কিনা বলুন।
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
✔✔✔✔✔✔✔✔✔
২য় উপায়ঃ
প্রায় ১.৮২ টাকা খরচ করেঃ
★1. প্রথমে নেট ডিএক্টিভ করুনঃ
*5000*0*4*3# অথবা
মেসেজ অপশনে STOP লিখে
5000 সেন্ড করুন অথবা 5000 এ
কল করে নেট ডিএক্টিভ করেন। একটা
মেসেজ আসবে। মেসেজ আসবে।
★2. তারপর ইজিনেট চালু করুন
ফ্রিতেঃ
Easy net এক্টিভ করতে ডায়াল
করুন
*5000*55#
একটা মেসেজ আসবে। মেসেজ
আসবে।
★3. নিচে দেয়া কোড ডায়াল করে
এর পর
Social পেক চালু করেন এক দিনেরটা
*5000*8*1*1*2#। এরপর
একটা মেসেজ আসবে।
এরপর *৫৬৬*১০# ডায়াল করে দেখেন
এক মাস বেড়ে গেছে মেয়াদ।
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
✔✔✔✔✔✔✔✔✔
৩য় উপায়ঃ
প্রথমে *5000*0*4*3#
তারপর *5000*55#
তারপর Wowbox দিয়ে ফ্রি ২০এম্বি
নিয়ে ফ্রিতে বাড়াতে পারবেন।
আর যদি wowbox দিয়ে এম্বি না নিতে
পারেন তাহলে *5000# ডায়াল করে
২টাকায় ৪এম্বি প্যাকটা কিনুন মেয়াদ
১মাস হয়ে যাবে আশা করছি।
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
✔✔✔✔✔✔✔✔✔✔✔
Share:

0 comments:

Post a Comment

Copyright © SHbd24 | Free Tips & Trick | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com