Monday, December 12, 2016

মাউস এর ক্লিক সমস্যা? ৫ মিনিটে ঠিক করে ফেলুন। সবাই পারবে শুধু একটি স্ক্রু-ড্রাইভার ও একটি সুচ বা পিন এর সাহায্যে।

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রথম টিউন।
যারা PC ইউস করেন তাদের জন্য মাউস (Mouse) খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। আর এই মাউসে যখন সমস্যা হয় তখন খুবই রাগ হয়।
বিশেষ করে Right অথবা Left button -এর ক্লিক ঠিক মতো কাজ করেনা। এক ক্লিক করলে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করলে সিঙ্গেল হয়ে যায় অথবা কাজ খুব কম করে। ফলে মাউস ফেলে দিয়ে নতুন মাউস কিনতে হয়...!
আজ আপনাদের দেখাবো কিভাবে আমাদের শখের মাউস-কে সম্পূর্ণভাবে ঠিক করে ফেলা যায়।
ভয় পাবেন না সবাই পারবেন। কোন soldering iron কিংবা কোন জটিল কিছু লাগবে না। শুধু
একটি স্ক্রু-ড্রাইভার
ও একটি সুচ বা পিন
আপনাদের সুবিধার জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি।  লিঙ্কঃ
Click problem fix

১। প্রথমে স্ক্রু-ড্রাইভার ব্যবহার করে মাউসটি খুলুন
২। তিনটি পুশ সুইচ দেখতে পাবেন বামের টা Left click ডানের টা Right click এবং নিচের টা Wheel click. যেই ক্লিক এর সমস্যা সেই পুশ সুইচ সুচ বা পিন দিয়ে লক খুলুন।
৩। খোলার পর কন্টাক্ট গুলো আলতোভাবে ঘষে ও পরিষ্কার করে দিন। কাজ শেষ
৪। এখন প্রথমে পুশ সুইচ সেট ও পরে মাউস কভার সেট করে ফেলুন।
দেখুন মাউস আবার আগের মতো কাজ করছে। ভিডিও দেখে আর ভালো করে বুঝে নিতে পারেঃ ভিডিও (Video here)
আমি সাজিয়ে লিখতে পারিনা। বুঝতে সমস্যা হলে comment করবেন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © SHbd24 | Free Tips & Trick | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com