যে জিনিসের কাজ যতো বেশি সে জিনিসকে সহজ কথায় প্রকাশ করা ততো কঠিন। কাউকে যদি প্রশ্ন করা হয় যে, সারা জীবনে কী কী কাজ করেছেন তা সংক্ষেপে বলুন। মজার ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষ কোন উত্তর দিতে পারবেনা। কারন কী কী বলবে সেগুলো বাছায় করার জন্যও তাকে যথেষ্ট সময় নিতে হবে। আজকের টিউনের ভুমিকাতেও আমার একই অবস্থা হয়েছে। জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এডোবি এর কোন প্রডাক্ট কেউ ব্যবহার করেনা এ কথা পাগলেও বিশ্বাস করতে পারবে না। এডোবি রিডার, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো আমরা প্রায় সবাই ব্যবহার করি। কিছু কিছু না করলেও নামটা অন্তত সবাই জানি। কিন্তু আজ এই সফটওয়্যার কোম্পানি এডোবি এর সবগুলো প্রডাক্টের ডাউনলোড লিংক নিয়ে টিউন করতে এসে কোন প্রডাক্ট সম্পর্কে কিছুই মাথায় আসছেনা। যাহোক, আজাইরা প্যাচাল মাথায় যতো কম আসবে ততোই ভালো। চলুন টিউনের মুল কথায় আসা যাক। আজকের টিউনে আমরা এডোবি সিসি সহ এডোবি এর সবগুলো প্রোডাক্টের লেটেস্ট ভার্সন ডাউনলোড করবো এবং তারপর সেগুলোকে ফুল ভার্সন করবো। কিন্তু এডোবি এর প্রডাক্টগুলো অন্যান্য সফটওয়্যারের মতো একটি exe ফাইলে থাকেনা। প্রত্যেকটা প্রডাক্টের জন্য অনেকগুলো করে ফাইল থাকে। তাই আপডেট বের হলে সেটাকে আলাদা করে বের করা হয়। তো প্রথমে আমরা ২০১৪ সালে রিলিজ হওয়া মেইন ফাইল ডাউনলোড করবো এবং তারপর সেগুলোর আপডেট ডাউনলোড করবো।
ডাউনলোড করুন এডোবির সব প্রোডাক্ট
এডোবি এর সবগুলো ভার্সনের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। এখন আপনার কাজ শুধু পছন্দ মতো প্রোডাক্ট ডাউনলোড করা। ডাউনলোডের ক্ষেত্রে পর্যাপ্ত ডাটা ব্যাকআপ নিয়ে ডাউনলোড শুরু করুন। কারন এখানে ছোট আকারের কোন ফাইল নেই।
ডাউনলোডের পূর্বে অবশ্যই যে কাজগুলো করতে হবেঃ
এডোবির এই সবগুলো প্রোডাক্ট ডাউনলোড করবো আমরা এডোবির নিজস্ব সাই্ট হতে। আর একারনে আপনার অবশ্যই একটি এডোবি ফ্রি-অ্যাকাউন্ট প্রয়োজন হবে। অ্যাডোবি অ্যাকাউন্ট ছাড়া আপনি যদি নিচের কোন লিংক ব্যবহার করেন সেক্ষেত্রেaccess denied অথবা অন্যান্য এরর মেসেজ দেখাবে। সুতরাং কোন প্রকার ঝামেলা ছাড়া সফটওয়্যারগুলো ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
- টেবিলের যেকোন লিংকে প্রবেশ করার আগে প্রথমে এখানে ক্লিক করুন। এটা খুবই জরুরী একটি বিষয়। এটি না করলে access denied অথবা অন্য মেসেজ দেখবেন।
- যদি আপনাকে এডোবি আইডি দিয়ে লগইন করতে বলে, তাহলে একটু সময় নিয়ে একটি অ্যাডোবি আইডি তৈরী করুন।
- এডোবির প্রোডাক্ট ডাউনলোড করার জন্য তারা আপনার কম্পিউটার ব্রাউজারে সেশন কুকি সেট করে দেয়। একারনে আপনার এডোবি আইডি তৈরী করাটা জরুরী।
- এবার নিচের টেবিলের লিংকগুলো ব্যবহার করুন এবং নিশ্চিন্তে ডাউনলোড করুন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার পর্যাপ্ত ডাটা আছে কিনা।
আপডেট করুন এডোবির সব ভার্সন
মেইন ফাইলতো ডাউনলোড করে ফেলেছেন। এবার সর্বশেষ আপডেট ডাউনলোড করার পালা। নিচের ডাউনলোড লিংক গুলো থেকে প্রয়োজনীয় আপডেট ডাউনলোড করে নিতে পারবেন। আপডেট ডাউনলোড করতে কোন প্রকার এডোবি আইডির প্রয়োজন হবেনা। আপনি সরাসরি কোন প্রকার ঝামেলা ছাড়ায় আপডেটগুলো ডাউনলোড করতে পারবেন। তবে আপডেট ডাউনলোড না করলেও সব ধরনের ব্যবহারকারীর খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়।
ইনস্টল এবং ফুল ভার্সন একটিভেশন
মেইন ফাইল এবং আপডেট ফাইলগুলো ডাউনলোড শেষ হয়ে থাকলে এবার ইনস্টল এবং ফুল ভার্সন করার পালা। নিচের নির্দেশনা মেনে প্রত্যেকটা প্রোডাক্ট ইনস্টল এবং ফুল ভার্সন করুন।
কম্পিউটারে ইনস্টল করার পদ্ধতি
- প্রথমে ইন্টারনেট কানেকশন বন্ধ করুন।
- ডাউনলোড কৃত জিপ ফাইলগুলো আনজিপ করুন।
- প্রথমে মেইন ফাইল তারপর আপডেট ফাইল ইনস্টল করুন।
- ইনস্টলের সময় অবশ্যই ট্রায়াল ভার্সন হিসাবে ইনস্টল করবেন।
ফুল ভার্সন করার পদ্ধতিঃ
- প্রোডাক্টগুলো ফুল ভার্সন করার জন্য যথারীতি প্রয়োজন হবে আমার দেওয়া মেডিসিন ফাইল। মাত্র ৫০০ কিলোবাইটের মেডিসিন ফাইলটি নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিন।
- ডাউনলোড শেষ Medicine.exe ফাইলটি এডমিন হিসাবে রান করুন।
- এখন নিচের চিত্রের মতো করে প্রথমে আপনার কাঙ্খিত সফটওয়্যার সিলেক্ট করুন এবং তারপর প্যাচ অপশনটি চাপুন।
- আপনি সফলভাবে সফটওয়্যারগুলো এভাবে ফুল ভার্সন করতে পারবেন।
0 comments:
Post a Comment