Friday, December 16, 2016

[Solved] Custom Rom দেবার পর ফোনে নেটওয়ার্ক নাই বা invalid imei দেখাচ্ছে? নিন সমাধান। pc এবং backup ছাড়াই।

আশা করি সবাই ভাল আছেন।
আসলে টেকটিউনসের সাথে থাকলে সবাই ভাল থাকে।
টাইটেল দেখে হয়ত বুঝে গেছেন আজকের টিউন কি নিয়ে।
আজকে আমি এডভান্স লেভেলের ইউজারদের একটি কমন সমস্যা ও তার সমাধান নিয়ে টিউন করতে যাচ্ছি।
পুর্বে কিছু কথা জেনে নেইঃ
বর্তমানে দেখি ফোনে সবাই কাস্টম রম চালাচ্ছে। এর সুবিধাও যেমন তেমনি আছে অসুবিধা। তার মধ্যে কমন হচ্ছে imei প্রব্লেম। ফোনে নেটওয়ার্ক পায় না, সিম কার্ড স্লট ইরোর ইত্যাদি।
★★ কখন হয়?
★যখন ফোনে রম ঠিকঠাক মত ইন্সটল না হয় এবং তারপর রিস্টোর করে স্টক রমে ফিরে আসলে।
★★তারপর অনেকের মাথায় হাত পরে। ব্যাকাপ নেই নাই? নিলেও রিস্টোর করেও কাজ হচ্ছে না। পিসি কই? কি করব?????????
★★আসুন সমাধান নেইঃ
১। ফোনে রুট এক্সপ্লোর ওপেন করুন।
২। data তে যান।
৩। nvram ফোল্ডার খুজুন। তারপর nvram ফোল্ডারটি ডিলিট করে দিন। ভয় পাবেন না। কিচ্ছু হবে না। এবার ফোন রিস্টার্ট দিন।
 তারপর নিজের চোখেই দেখুন কি হয়েছে।
আসলে এখানে যেটা হয় তা হচ্ছে ফোন তার নিজের জন্যে তার nvram তৈরি করে নেয়। এটা আমার ফোনে ১০০% কাজ করছে। তাই আশা করি আপনাদের কোন সমস্যা হবার কথা নয়।
তবুও সব নিজ দায়িত্বে করবেন। ফোনের কোন সমস্যার জন্যে আমি দ্বায়ী থাকব না।
Share:

0 comments:

Post a Comment

Copyright © SHbd24 | Free Tips & Trick | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by NewBloggerThemes.com